রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় শুক্রবার (১২ জুন) আটজনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা প্রত্যেকেই আছেন রাজশাহীতে। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস সাহেব-বাজারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীরা হলেন- রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্য কাজল ইসলাম (৩৮), রাজশাহী নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সেলিনা আক্তার লাকি (৪৪), ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলিফ-লাম-মিম (৪২), ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সানাউল্লাহ (৬০), রাজশাহী সিটি করপোরেশনের কর্মী আয়েশা আক্তার (২৬), রামেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী বিপুল (৬৪), রামেক হাসপাতালের কর্মী জেসমিন খাতুন (২৮) এবং রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা আকলিমা বেগম ৪০)।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, শুক্রবার তাদের ল্যাবে ৯৪টি নমুনা নিয়ে পরীক্ষা শুরু করা হয়। এর মধ্যে আটজনের নমুনায় করোনায় শনাক্ত হয়েছে। বিষয়টি জেলার সিভিল সার্জনকে জানানো হয়েছে। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
নতুন আটজন শনাক্ত হওয়ায় রাজশাহী জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৪ জনে দাঁড়ালো। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৩ জন। আর মারা গেছেন তিনজন। গত ১২ এপ্রিল জেলায় প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে।
রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবেও প্রতিদিন নমুনা পরীক্ষা করা হয়। তবে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সেখানকার রিপোর্ট পাওয়া যায়নি।