বিশ্ব মহামারি করোনা ভাইরাস জন জীবন কে থমকে দিয়ে জীবনকে হতাশা গ্রস্থ করে ফেলেছে। এই হতাশা থেকে ক্ষানিক টা সাহস যোগাতে ক্ষুদ্র প্রয়াসে অভাব গ্রস্থ দিনমুজুর খেটে খাওয়া মানুষদের পাশে দারিয়েছেন মোঃ নাজমুস সাকিব
আজ ১৬০ টি পরিবারকে “ঈদুল ফেতর ” উপলক্ষে সেমাই আর চিনি প্রদান করেন তিনি।
এসময় তিনি বলেন আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে এগিয়ে আসলে এসব মানুষের মুখে অল্প হলেও হাসি ফুটানো সম্ভব, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা ও বন্ধু।
এই আপদকালিন সময়ে সারা দেশ এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে মানুষের পাশে এসে দাড়িয়েছে তা সত্যি প্রশংসার দাবি রাখে।